কায়িনাতের সবকিছুই সাজাবো এবং
সারা কায়িনাতের সবাইকে খাওয়াবো
____________________________________
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই ঘোষণা মুবারক দিয়েছেন যে,
তিনি এক সময় মহাসম্মানিত এবং মহাপবিত্র ফালইয়াফরহু শরীফ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে সারা ঢাকা শহর, সারা দেশ, সারা পৃথিবী; এমনকি সম্মানিত জান্নাত মুবারকসহ সারা কায়িনাত সাজাবেন এবং পৃথিবীর সমস্ত জ্বীন-ইনসান এবং তামাম কায়িনাতবাসী সবাইকে খাওয়াবেন; এমনকি জান্নাতবাসী উনাদেরকেও খাওয়াবেন
"সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম"
তিনি আরো ইরশাদ মুবারক করেছেন যে,
পৃথিবীতে ৬০০ কোটি মানুষ রয়েছে। যেদিন আমরা শুধু কোটি কন্ঠে পবিত্র মীলাদ শরীফ উপলক্ষে ১২০০ কোটি তাবারুকের প্যাকেট করবো, সেইদিন থেকে হাক্বীক্বীভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র ফালইয়াফরহু শরীফ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করা শুরু হবে
"সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম"
No comments:
Post a Comment